শাহারিয়ার প্রধাণ ইমন, বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে আবারো নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এ ক’দিন আওয়ামীলীগের প্রার্থী নির্ধারণ নিয়ে টানাপোড়েন দেখা দিলেও এবার শুরু হয়েছে চমকের পর চমক। দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সরে দাড়ালেও প্রার্থী তালিকায় নতুন করে যোগ হতে চলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। বিভিন্ন মাধ্যমে সেলিম ওসমানের নাম উঠে আসায় নাসিক’র নির্বাচনী এলাকার ভোটার-সমর্থকদের মাঝে নতুন করে হিসেব-নিকেশ শুরু হতে চলেছে। বিএনপি’র সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট শাখাওয়াতের সঙ্গে আওয়ামীলীগের ডাঃ সেলিনা হায়াৎ আইভীর প্রতিদ্বন্দ্বিতাকে কেউ কেউ বাঘ-বিড়ালের লড়াই মনে করলেও এরই মাঝে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সেলিম ওসমানের নাম উঠে আসায় নির্বাচনী হাওয়া যেন অনেকটা উত্তাল হওয়ার উপক্রম হয়ে পড়েছে। বোদ্ধা মহলের মতে,চাউর অনুযায়ী সত্যিই যদি সেলিম ওসমান নাসিক’র মেয়র প্রার্থী হন তাহলে ভোটের হিসেব-নিকেশ যে পাল্টে যাবে তা আর বলার অপেক্ষা রাখেনা। ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সেলিম ওসমানের প্রতিদ্বন্দ্বিতা ধরে নেয়া যেতে পারে বাঘ-মহিষ নয় হবে বাঘ-সিংহের লড়াই। তদুপরি এই লড়াই থেকে আরো একটি বিষয় অনেকাংশে পরিস্কার হয়ে উঠবে আসলেই কে বেশি জনপ্রিয় ডাঃ আইভী না সাংসদ সেলিম ওসমান..?। কেননা এরা উভয়েই যার যার ক্ষেত্রে দৃশ্যমান মাইলফলক সৃষ্টি করেছেন। আইভী যেমন নাসিক এলাকার রাস্তা-ঘাট,হাট-বাজার,ব্রীজ-কালভার্টসহ নানামুখী উন্নয়ন করে নগরবাসীর মন জয় করেছেন অন্যদিকে মানবতার সেবা ও শিক্ষাক্ষেত্রে বিরল ভূমিকা রেখে সাংসদ সেলিম ওসমানও তার নির্বাচনী এলাকার মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। সুতরাং এ কারণেই এখন উভয় অঞ্চলের ভোটারদের মাঝে একটাই প্রশ্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আসলেই কে বেশি জনপ্রিয় ডাঃ আইভী না সেলিম ওসমান..?।