বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্বচ্ছ রাজনীতির পথে বরাবরই বাধা হয়ে দাড়াচ্ছে নেতা দাবীদার কতিপয় ধান্ধাবাজ অপরাধী। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের রাজনীতিতে এ ধারা অব্যাহত থাকলেও ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে ধান্ধাবাজদের দাপটে অতিষ্ট এলাকাবাসী। এর মধ্যে আওয়ামী জনতালীগের নেতা দাবীদার স্বাধীন হোসেন মনির একজন।
এলাকাবাসী জানায়,একাধিক মামলার আসামী স্বাধীন হোসেন মনির কয়েকবার কারাভোগ করলেও এলাকায় আবারো সশস্ত্র ক্যাডার বাহিনী গড়ে তুলে প্রভাব বিস্তারের অপচেস্টায় মেতে উঠেছে। প্রভাব বিস্তারের নয়া কৌশলে রসুলপুর এলাকায় নির্মান সামগ্রীর প্রতিষ্ঠান বসিয়ে সন্ত্রাসীদের আড্ডাখানা গড়ে তুলেছেন মনির।
এলাকাবাসীর আরো অভিযোগ করে বলেন,সড়কের পাড়েই সন্ত্রাসীদের আড্ডাখানা সেই সিমেন্টের দোকানটি জনমনে দৃষ্টি আকর্ষনের জন্যে সেখানে প্রকাশ্য ঝুলিয়ে রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রানমন্ত্রীর সাথে মনিরের ছবি সম্বলিত ফ্রেম। শুধু তাই নয়, সারিবদ্ধভাবে ঝুলানো রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নারায়নগঞ্জ -৪ আসনের এমপি শামীম ওসমানের ছবি।
এ ব্যাপারে মনির জানান,তিনি আওয়ামীলীগ জনতালীগের ফতুল্লা শাখার সভাপতি। কয়েকদিন আগেও তিনি নারায়নগঞ্জ মহানগর যুবলীগের সভাপতিকে প্রধান অতিথি করে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান করেছেন।
তবে এলাকাবাসী জানান,সিমেন্টের দোকানের আড়ালে মনিরের সশস্ত্র ক্যাডার বাহিনী রয়েছে। নতূন বাড়ীঘর নির্মান করতে গেলে তার কাছ থেকে বারু,সিমেন্টসহ নির্মান সামগ্রী নেয়া বাধ্যতামূলক হয়ে দাড়িয়েছে। এর মধ্যে তার ভাই বাবু ও ওয়াসা এলাকার মজিবুর মিয়ার ছেলে জীবন রসুলপুর ও আশপাশ এলাকায় মাদকের ব্যবসায়ের সিন্ডিকেট গড়ে তুলেছে। এ ব্যাপারে এলাকাবাসী এমপি শামীম ওসমানসহ স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ দাবী করেছে।
