বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে একটি রিকশা গ্যারেজে সালিশে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা রিকশাটিতে আগুন ধরিয়ে দেয় এবং পাশের একটি রেডিমেড কাপড় তৈরীর কারখানায় লুটপাট চালিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হোসাই নগর কলেজরোড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতেরা হলো-ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক ওই এলাকার সাহেব আলীর ছেলে মিলটন ও তার কর্মচারী ওই এলাকার মিজানুর রহমানের ছেলে পারভেজ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিয়েক হোসাইনগর এলাকায় রাজীবের মালিকানাধীন রিকশা ও অটো রিকশা গ্যারেজে ঝগড়ার বিষয়ে সালিশ বৈঠক বসে। সেখানে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় গ্যারেজে অবস্থানকারী ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক মিলটন ও তার কর্মচারী পারভেজকে কুপিয়ে হত্যা করে। আহত হয় রিকশা গ্যারেজের কর্মচারী রাজীব। এসময় সন্ত্রাসীরা রিকশা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। দু’পক্ষের মধ্যে প্রতিপক্ষ গ্রুপ আধিপত্য ও সমবায় সমিতির অর্থ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতকদের শনাক্ত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হামলাকারীদের গ্রেপ্তারেরর চেষ্টা চলছে।