বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে। উৎসব মুখর পরিবেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বিরামহীন প্রচার। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোট প্রার্থনা চলছে ভোটারদের দ্বারে দ্বারে। সিটি কর্পোরেশনের নিবাচনের রেশ নির্ধারিত এলাকার বাইরে ফতুল্লায়ও ছড়িযে পড়েছে। একদিকে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নম পার্কে এমপি শামীম ওসমানের সংবাদ সম্মেলন চলছিল ঠিক তখনি ফতুল্লায় বিএনপির কেন্দ্রীয় সদস্য শিল্পপতি শাহ আলমের বাসায় হয়েছে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রার্থী এড. সাখাওয়াতের নির্বাচনী সভা। শামীম ওসমান ঘোষনা দেন, শনিবার সকাল থেকে সবাইকে একযোগে প্রচারনায় নামার নির্দেশনা। অপরদিকে বিএনপির সভা থেকে ঘোষনা আসে শনিবার সকালে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারনায় নারায়নগঞ্জে আসছেন।
শুক্রবার ছুটির দিনে ভোর থেকেই প্রার্থীরা গণসংযোগে নেমে ভোট প্রার্থনা শুরু করে। দুই প্রার্থীই বলছেন তারা উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ডা. আইভী নৌকা প্রতীকের পক্ষে ১০ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মিল এবং গোদনাইল এলাকায় এবং অ্যাডভোকেট সাখাওয়াত ১২নং ওয়ার্ডের মিশনপাড়া ও ডন চেম্বার এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
গণসংযোগের সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দল মত নির্বিশেষে সকল ভোটারদের
কাছে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। অপরদিকে বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পরিবর্তনের দাবি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।
এ দিকে নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ভোটারদের শংকা দূর করার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।