বিজয় বার্তা ২৪ ডট কম
কারাবন্দি বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জন্য সোমবার সকালে দেশীয় বিভিন্ন প্রজাতির ফল খাবার নিয়ে গেলেন আড়াইহাজার থানা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার। এসময় তার সাথে থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পিয়ারা বেগম, আড়াইহাজার পৌরসভা মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম ও সাধারণ সম্পাদিকা মাছুমা বেগমসহ থানা, আড়াইহাজার ও গোপালদী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছেলেন।
পারভীন আক্তার সরকারের কড়া সমলোচনা করে সাংবাদিকদের জানান, দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করায় সরকারকে এর মাসূল দিতে হবে। নেত্রীকে সাজা দেওয়ায় দেশবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে; দেশের জনগণ শেখ হাছিনার সরকারকে আগামী নির্বাচনে এর সুমোচিত জবাব ভোটের মধ্য দিয়েই দিবেন। তিনি বলেন, নেত্রী আমাদের মা। আড়াইহাজারসহ সারাদেশেই মা’কে মুক্ত করতে শান্তিপূর্ণভাবে মহিলা দলের নেত্রীরা আন্দোলন করছেন। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনেও পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বাঁধা দিয়ে তাদের দেওয়ালিয়াত্ব প্রমাণ করছেন। তবে আমাদের মা’কে আমরা মুক্ত করেই ঘরে ফিরব ইন্নশাআল্লাহ। তিনি আরও বলেন, জেলে রেখে নেত্রীর মনবল একটুও নষ্ট করতে পারেনি সরকার। দেশবাসী জানেন, দুদকের দায়ের করা একটি সাজানো মামলায় নেত্রীকে কারাবন্দি রাখা হয়েছে।
প্রসঙ্গত. ৮ ফেরুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ডে রায় দেন। এরপর তাকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। ইতোমধ্যে নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে খালেদা জিয়া ২৫ দিন অতিবাহিত করেছেন।