বিজয় বার্তা ২৪ ডট কম
১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুর উদ্যোগে ২৮ জন কর্মজীবী মহিলাদের নাসিকের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল ভাতার বই প্রদান করা হয়েছে। প্রতি জন মহিলাকে ৬’শ টাকা করে ভাতা প্রদান করা হবে।
শনিবার ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ডনচেম্বারে অবস্থিত শওকত হাশেম শকুর নিজ কার্যালয়ে এই ভাতার বই বিতরণ করা হয়।

