বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ কন্ট্রাক্টরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যা ৬টায় ছালেনগর একলাস জুয়েলার্স এর পুরাতন বাড়ীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বন্দর ছালেনগর এলাকায় শত শত নারী-পুরুষের উপস্থিতিতে ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি মায়ানুর বলেন আব্দুর রশিদ কন্ট্রাক্টরকে নির্বাচিত করার প্রতিজ্ঞা করছি পাশাপাশি কারো কালোটাকার কাছে নিজের বিবেককে কলুষিত না করার আহবান জানান। যে কোন মূল্যে জামাত ও বিএনপির প্রার্থীকে প্রত্যাখ্যান করার আহবান জানান। উঠান বৈঠকে অংশ নেন,আওয়ামীলীগের প্রবীন নেতা আলী হোসেন হাজারী,আমিনুল হক,সৈয়দ আহমেদ,কামাল শিকদার,হাফিজুল ইসলাম,মোঃ হোসেন.মোঃ রাজিব,আল আমিন,মনোয়ারা বেগম, রবিউল ভান্ডারী,হামিদা বেগম,মুন্নি সাহা,শিউলি বেগম,শেফালী আক্তার,কুলসুম,রিপন,আলী আকবর,সেলিম, ,কামাল,আবুল কালাম,নুরে আলম,নাদিম প্রমুখ।