বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনার প্রাদুর্ভাব নিয়ে নগরবাসীকে সতর্ক ও সচেতন থাকতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বার্তা দিয়েছেন
বার্তাগুলো হুবহু তোলা ধরা হল…..
প্রেম নগরবাসী,
আসসালামু আলাইকুম, করােনা ভাইরাস সংক্রমণ প্রতিরােধে সারা বিশ্ব আজ লক-ভাউন অবস্থায় রয়েছে। বাংলাদেশের প্রায় সকল জেলায় এ সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে, আহহডিসিআর, নারায়নগঞ্জ কে করােনা ভাইরাসের প্রচার এরিয়া হিসাবে চিহ্নত করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এ পর্যন্ত ৪৫ জন মানুষ করােনায় আক্রান্ত হয়েছে এবং ২৮ জন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণকারী সকলের নুহ মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সমানিত নগরবাসী, এ রোগের প্রতিষেধক আবিষ্কৃত না হওয়া পর্যন্ত আমাদের অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সাথে এ পরিস্থিতি মােকাবেলা করতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ পরিস্থিতি মােকাবেলায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমাদের স্থাপিত কন্টরালনুম প্রতিদিন তথ্যসেবা দিয়ে যাচ্ছে। নিটি অঞ্চলের জন্য পৃথক ৩ টি মেডিকেল টিম নিয়মিত টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা সহ বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কাজ করছে। এ পর্যন্ত আমাদের মেডিকেল টিমের মাধ্যমে ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১৯ জনের করােনা পজেটিভ চিহ্নিত হয়েছে। আমরা লাশ দান কাফনসংকারের জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করছি। ইতােমধ্যে কাউন্সিলরদের সহযােগিতায় সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় লাশ দাফন কাফন/ সংকার কাজ করা হচ্ছে। নগরীতে নিয়মিত জীবানুনাশক পানি ছিটানাে হচ্ছে। পরিষ্কার-পরিষ্ছন্ন ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। সচেতনতামূলক প্রচারণা চলমান রয়েছে।
প্রিয় নগরবাসী, আমি জানি লক-ডাউন অবস্থায় আপনারা অনেকেই মানবেতর জীবন-যাপন করছেন। বিশেষ করে কর্মহীন দিন মজুর, রিকসা-ভ্যান চালক, কার গার্মেন্টস কর্মী ভাই-বােনেরা অনেক কষ্টে রমেনে। কিন্তু মহামারি এই ভাইরাস থেকে বেটে থাকার উপাম নিজ ঘরে থাকা। নিজে সচেন্স বা অন্যকে সংক্রমণ রোধে বিরত রাখুন। তাই আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ঘরে থাকুন,বিশেষ প্রয়োজন হুড়া ঘর থেকে বের হবেন না। সরকারী নির্দেশনা মেনে চলুন। আপনার যাতে অনাহারে না থাকেন তার জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি অনেক জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক/সামাজিক ব্যক্তিকর্গ সহায়তা করে যাচ্ছে। আমাদের মাধ্যমে দরিদ্র জনগােষ্ঠিকে সহ্য করার জন্য বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়েছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ইতােমধ্যে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ভের ৩৬ জন কাউন্সিলরদের সহযােগিতায় প্রায় ১,০৮,০০( এক লক্ষ আট হাজার) দুঃ, হতদরিদ্র মানুষের তালিকা প্রস্তুত করেছি এবং কাউন্সিলরদের মাধ্যমে চাহিদা অনুযায়ী নতুন করে আরও এই তালিকায় যুক্ত করছি।
মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গত ২৬ মার্চ থেকে ২৮ এপ্রিল ২০২০ খ্রিঃ পর্যন্ত মােট ১০.৮২ মে.টন চাল ও আনুষাঙ্গিক খাদ্যসামগ্রী ও শিশুখাদ্য ক্রয়ের জন্য ১৯,,৮০০- (উনিশ লক্ষ উনযাট হাজার আটশত) টাকা স্বপ্ন আয়, দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে। প্রাপ্ত বরাদ্দের চালের সাথে আনুষাঙ্গিক খাদ্য সামগ্রী ক্রয় করে তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে ০৮২ টি পরিবার কে, খাদ্য সরবরাহসহ ৮৫০ টি পরিবার কে শিশুখাদ্য কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তার মাধ্যমে সরকারী নির্দেশনা মেনে খাদ্য সরবরাহ করেছি। ইতোমধ্যে আরাে ৮০ মে.টন চাল বরাদ্দ পাওয়া গিয়েছে যা উত্তোলগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সমানিত নগরবাসী, ইতােমধ্যে সকল কাউনসিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ ও পরিচ্ন্ন কর্মীদের বাক্তিগত সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এ পরিস্থিতি মােকাবেলায় আমাদের সকল কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ ভাইরাস আক্রান্তের কুকি নিয়ে দিন রাত নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরােধ, আপনারা ধৈর্যের সাথে আমাদের সহযােগিতা করুন এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সকলকে কাজে উচু করুন।
প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা, মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত অৎপর্যপূর্ণ। বিখ মানবতার নবী হযরত মােহম্মদ (সাে) আমাদের শিক্ষণ দিয়েছেন মানব সেবাই পরম ধর্ম। আমরা সকলে মানবিক আচরণের মাধ্যমে সাম অনুযায়ী মানুষের পাশে দীড়াই। এই মাসে মথন না আলামীন জাহামের শান্তি বন্ধ রাখেন। ইনশাআল্লাহ আমাদের এ বিপন থেকেও রক্ষণ করবেন। তাই আসুন আমরা সকলে মিলে এবাদতের মাধ্যমে মহান আল্লাহ রাকল আলামিন এর কাছে এ মহামারি থেকে মুক্তির জন্য প্রার্থনা করি এবং মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে রহমত, মালকিরাত ও নাজাত নসিব করুক। আপনারা সবাই ঘরে থাকুন এবং করোনা সংক্রমণ রােধে সামাজিক বজায় রাখুন। আল্লাহ সকলের মঙ্গল করুক।
ডা. সেলিনা হায়াৎ আইভী
মেয়র
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন