বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনায় নতুন করে ৬ জন সহ মোট এক হাজার ১৬২ জন আক্রান্ত হয়ছেন। এছাড়া জলোয় নতুন করে কোন মৃত্যুর খবরা পাওয়া যায়নি।এ পর্যন্ত জেলায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট ৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত জেলায় মোট ৩৯৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জলো স্বাস্থ্য বিভাগ।
এদিকে নারায়ণগঞ্জে ১০ মে থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন। এক সভায় জেলা প্রশাসক জানান, মার্কেট খোলা থাকলে যাওয়া যাবে তবে শিশুর নিয়ে মার্কেটে আসা যাবেনা।
এদিকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশের সর্বমোট ৭৩জন সদস্য করোনায় আক্রান্ত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া সকলেই সক্রিয় রয়েছেন এবং সবার মনোবল দৃঢ় রয়েছে। আমার নমুনা দেয়ার পর রিপোর্টে গতকাল নেগেটিভ এসেছে।