বিজয় বার্তা ২৪ ডট কম
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। মনিরুল আলম সেন্টু নিজেই করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলায় এই প্রথম কোনো জন প্রতিনিধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মনিরুল আলম সেন্টু জানান, কয়েকদিন পূর্বে তিনি অসুস্থতা বোধ করলে সন্দেহ হলে তিনি নিজেই করোনা পরীক্ষা করা সির্দ্বান্ত নেন। তার নমুনা সংগ্রহ করা হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং নিজ বাসাতেই ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করছেন। তিনি আরো বলেন যে, শারীরিক ভাবে তার কোন সমস্যা হচ্ছেনা।