প্রেস বিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক কমিটির অন্যতম নেতা ও নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, আওয়ামী লীগই বাংলাদেশের শেষ সরকার নয়। সংবিধান রক্ষার দোহাই দিয়ে প্রতিদ্বন্দ্বিতাহীন, ভোট ও ভোটারহীন একটি পাতানো নির্বাচনের মধ্যো দিয়ে ক্ষমতায় এসে এরা একদিকে দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে গণ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে অপর দিকে নিজ দলীয় পান্ডাদের অস্ত্র অর্থে সজ্জিত করে মানুষ খুনে উৎসাহিত করছে। বিশ্বজিৎ হত্যা থেকে আজকের খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা তারই জলজ্যান্ত উদাহরণ। তিনি বলেন ক্ষমতালোভী এ সরকারের পতন নিশ্চিত করে গরীব মানুষের সরকার প্রতিষ্ঠা ছাড়া সমাজ থেকে হত্যা-খুন, সন্ত্রাস, মৌলবাদী আগ্রাসন, শোষন-নিপিড়ণ বন্ধ করা সম্ভব নয়।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত মেয়র প্রার্থী শ্রমিকনেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেছেন, শ্রমজীবী মনুষের নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে শ্রমিক-কৃষক, ক্ষেতমজুর-সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছেনা। তিনি বলেন, পুজিঁপতি শাসকশ্রেনী ক্ষমতায় যেতে গরীব মানুষের ভোট নেয় কিন্তু অধিকার দেয় না। আর তাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে বড়লোকদের রাজনৈতিক দলসমূহকে প্রত্যাখ্যান করে শ্রমিকশ্রেনীর পক্ষের নেতৃত্বকে ক্ষমতাসীন করা ছাড়া অন্য কোন পথ খোলা নেই।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতম নেতা জননেতা নাছির হোসেনের নেতৃত্বে বন্দর থানা ওয়ার্কার্স পার্টির শতাধিক নেতা-কর্মী বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদান উপলক্ষে অনুষ্ঠিত কর্মী সভাতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
আজ সকাল ১০টায় বন্দরের কাইত্তাখালীতে ওয়ার্কার্স পার্টির অন্যতমনেতা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভাতে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তত্ব রাখেন, নাছির হোসেন, মোক্তার হোসেন, শ্রমিকনেতা খোরশেদ আলম, আবুল হোসেন, স্বাধীন আহমেদ প্রমূখ।
সভার এক প্রস্তাবে মোক্তার হোসেনকে আহবায়ক করে বন্দর থানা ওয়ার্কার্স পার্টির ৮ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নাছির হোসেন, জাকির হোসেন, আলমাস মোল্লা, জাহাঙ্গীর হোসেন, আল আমীন, আওলাদ হোসেন, মোরশেদ আলম, কুলছুম বেগম।