বিজয় বার্তা ২৪ ডট কম
তারা রাজাকারকে মুক্তিযোদ্ধা বানায় মুক্তিযোদ্ধাকে রাজাকার বানায় বলে ওসমান পরিবারকে উদ্দেশ্য করে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীে এই মন্তব্য করেন। সোমবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে সাংস্কৃতিক জোট আয়োজিত ত্বকী হত্যার বিচারের প্রতিবাদে আলোর ভাসান শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওসমান পরিবারকে উদ্দেশ্য করে মেয়র আইভী বলেন, আমি যখন দাড়াই তখন বিদ্যুৎ চলে এমনকি আমার বাড়িতেও সাক্ষাৎকার দেয়ার সময় কারেন্ট চলে যায়। তাই বলে কি তারা আমার আওয়াজ বন্ধ করে রাখতে পারবে? কখনই আওয়াজ বন্ধ করে রাখতে পারবে না। দাবিয়ে রাখা যাবে না। আজকে নারায়ণগঞ্জে ওসমান পরিবার যেভাবে মিথ্যা কথা বলছে রাজাকারকে মুক্তিযোদ্ধা বানায় মুক্তিযোদ্ধাকে রাজাকার বানায়। যার যা ইচ্ছা করছে তাই করছে। প্রশাসন ছাড়া তারা জিরো। তারা রাস্তায় হাঁটতে পারে না প্রশাসন ছাড়া। প্রশাসনের ছত্র ছায়ায় বসে বসে ডিসি অফিসে এসপি অফিসে অথবা কোনো উপজেলায় গিয়ে তারা অনেক বড় বড় কথা বলে ‘ কলিজা খুলে নিবে , মুড়ির মত পিষিয়ে মারবে ,মুরগীকে খাওয়াবে মাছকে খাওয়াবে। কত কথা যে বলতে পারে। আবার ইদানীং বলতেছে। এত তাদের ক্ষমতা দেখেন কি দাপট ক্ষমতার।
আইভী বলেন, দুটি ছবি মানুষের মুখে ভেসে ওঠে একটি ভালোবাসা ও আরেকটি ঘৃণা। কি পরিমাণ ঘৃণা ক্ষোভ নিয়ে মানুষ তাদের দিকে তাকিয়েছে তারা যদি তা জানতে পারতো। তাহলে বুঝতে পারতো মানুষ তাদের কি পরিমাণ ঘৃণা করে। অথচ এই ঘৃণাকে এই ক্ষোভকে ভয় দেখিয়ে মানুষকে ভীত করতে চায়। তারা নারায়ণগঞ্জ শহরকে ভীতুর শহরে পরিণত করতে চায়। একটু খেয়াল করে দেখবেন এই মার্চ মাস আসলেই তাদের যত চ্যালা চামচা সকলে মিলে এমন সব আলোচনা এমন সব নাটক ,এমন সব কথা শুরু করে ,জুজুর ভয় দেখানো শুরু করে যেন কোনো কিছুই করা যাবে না। তারা ভাবছে নারায়ণগঞ্জে থেকে যা খুশি তাই করবে। কিন্তু এ পর্যন্ত তারা কোনোটাই সঠিকভাবে করতে পারে না। ভবিষ্যতেও ইনশাআল্লাহ পারবে না।
‘বিচারের উর্ধ্বে কেউ নন’ উল্লেখ করে মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জের নাগরিক সমাজ আবারো কথা বলুন। তারা ভেবেছে আমরা পিছিয়ে গেছি। ত্বকী হত্যার বিচার যেহেতু আট বছরেও হয় নি তারা ভাবছে আর বিচার হবে না। খুনীরা আবার মসনদে বসে প্রশাসনের সহযোগীতা নিয়ে নারায়ণগঞ্জে যা খুশি তাই করতে দিচ্ছে। নিশ্চয়ই আমরা তা হতে দেব না। আমাদের সন্তানের বিচার চাইবো। একদিন এ বাংলার মাটিতে ত্বকী হত্যার বিচার হবে। পালাবো আমরা না পালাতে হবে আপনাকে, আপনার পরিবার, গোষ্ঠীকে । যারা হত্যা করেন, মানুষ মারেন, নির্যাতন-অত্যাচার করেন, মিথ্যাচার করেন,খুন করেন বড় বড় কথা বলেন। প্রশাসন ছেড়ে পুলিশ বাহিনী ছেড়ে বেরিয়ে আসুন রাস্তায় দেখি আপনার কত বড় সাহস দেখি আপনার কত বড় ক্ষমতা। এ হত্যাকান্ডের বিচার একদিন হবেই হবে।