বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসে বলেছেন, পাড়া-মহল্লায় ঐক্যমত সৃষ্টি করে আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সোমবার বিকেল ৫টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধাণ অতিথি’র বক্তব্যে তিি এসব কথা বলেন। আনোয়ার হোসেন আরো বলেন বঙ্গবন্ধু আমার আদর্শ আমি বঙ্গবন্ধু’র আদর্শ ধারণ করে মরতে চাই। ৪৫বছরের রাজনীতিতে আমার চাওয়া-পাওয়ার কিছুই ছিলনা আপনারা আমাকে ক্লিনম্যানের খেতাব দিয়েছেন ক্লিনম্যান হিসেবেই সারাজীবন আমি আপনাদেরকে নিয়ে সুখে-দুঃখে কাটাতে চাই। আপনাদের সুখই আমার সুখ আপনাদের দুঃখই আমার দুঃখ এই মনোবৃত্তি নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে স্থানীয় বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা। প্রধাণ বক্তা হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ। এত শুভেচ্ছা বক্তব্য রাখেন ২১নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসান। ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান,আহসান হাবিব,বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন,বন্দর থানা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আহসান সজীব,বন্দর পৌর আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা জালালউদ্দিন জালু,২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব,২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এম এ কাইয়ূম,মহানগর কৃষকলীগ নেতা মোঃ আলী হোসেন,বন্দর থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালিমা ইসলাম শান্তা,সাংগঠনিক সম্পাদক নুরুন্নাহার সন্ধা,আমরা মুক্তিযোদ্ধার সন্তান বন্দর উপজেলা শাখা’র আহবায়ক শেখ কামাল হোসেন,বন্দর থানা ছাত্রলীগের যুব ও ক্রীড় বিষয়ক সম্পাদক শেখ মাঈনুদ্দিন মানু,বন্দর পৌর ছাত্রলীগের সভাপতি রাশিদুল কাদির,২১নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহমুদুল হাসান স্বপন,২১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি মায়ানূর আহমেদ,সাংগঠনিক সম্পাদক ফরিদা পারভীন,২২নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ আলী,যুবলীগ নেতা শেখ মমিন,মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জয় প্রধাণ,ইমরানুর রশীদ,আল আমিন,উজ্জল চন্দ্র দে,কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মাজহারুল ইসলাম,হাজী ইব্রাহিম মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র সদস্য রবিউল আউয়াল রবি,বন্দর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আলী হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়েব মোহাম্মদ লিটন,২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান মিশুক প্রমুখ।