বিজয় বার্তা ২৪ ডট কম
গার্মেন্টস শ্রমিক অভ্যূথান দিবস উপলক্ষ্যে বাজার দরের সাথে সংগতি বিধান করে শ্রমিকের মজুরি বৃদ্ধি, সর্বত্র ট্রেড ইউনিয়ন অধিকারসহ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ বিকাল ৩টায় নারায়ণগঞ্জ ২ নং রেল গেইটে শ্রমিক সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, আবুল বাশার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু হাসান টিপু, সম্পাদক হাবিবুর রহমান আঙ্গুর, গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক অঞ্জন দাস ও যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ।
নেতৃবৃন্দ বলেন, ২০০৩ সালের ৩ নভেম্বর ফতুল্লা বিসিকে প্যানটেক্স ড্রেস লিঃ এর শ্রমিকদের আট ঘন্টা কাজ, ওভার টাইমে দ্বিগুন মজুরি, দুই ঈদে দুই বোনাসসহ ১৮ দফা দাবির আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে কারখানার শ্রমিক আমজাদ হোসেন কামাল, আহত হয় দুই শতাধিক শ্রমিক। শ্রমিক হত্যার পরে এ আন্দোলন বিসিক তথা সারা নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পরিণত হয়। আন্দোলনের মুখে ৪ দিন গোটা নারায়ণগঞ্জ শহরের প্রশাসন অচল হয়ে থাকে। ৬ নভেম্বর বিকেএমইএ, শ্রমিক প্রতিনিধি ও সরকার পক্ষের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে গার্মেন্টস শ্রমিকের আট ঘন্টা কাজ, ওভার টাইমে দ্বিগুণ মজুরি, দুই ঈদে দুই বোনাসের অধিকার প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর ৩ নভেম্বর শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দিন হিসাবে গার্মেন্টস শ্রমিক অভ্যূথান দিবস হিসাবে পালিত হয়।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে শ্রমিকেরা চরম দিনাতিপাত করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বেড়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রিসহ সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন দ্বিগুণ হয়েছে। অথচ শ্রমিকের মজুরি বাড়েনি। বর্তমান মজুরিতে শ্রমিকের জীবন চলে না। মজুরি বোর্ড গঠন করে অবিলম্বে বাজার দরের সাথে সংগতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, শ্রম আইন সংশোধনের জন্য কেন্দ্রীয় পর্যায়ে ত্রিপক্ষীয় আলোচনা চলছে। শ্রম আইন ২০০৬ এর ১৩,২৩,২৬,২৭,১৭৯ নং ধারাসহ সকল শ্রমিক স্বার্থ বিরোধী আইন বাতিল করে আই,এল,ও কনভেনশন ৮৭ ও ৯৮ আলোকে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। কর্মস্থলে শ্রমিকের মৃত্যু হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের বিধান করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, ২০০৩ সালের নারায়ণগঞ্জের বিসিক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে সারাদেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে শ্রমিকের মজুরি বৃদ্ধি, গণতান্ত্রিক শ্রম আইন, ক্ষতিপূরণের দাবি আদায় করতে হবে।
সকালে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শহিদ গার্মেন্টস শ্রমিক আমজাদ হোসেন কামাল স্মরণে বিসিকে প্যানটেক্স গার্মেন্টস এর সামনে শহিদ কামালের মৃত্যু স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হয়।