বিজয় বার্তা ২৪ ডটকম
ঐতিহাসিক ৭ ই মার্চ ও প্রয়াত ভাষাসৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, একেএম সামছুুজ্জোহা ‘র সহধর্মিণী ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর শহরের ২ নং রেল গেইট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাবের সহ সভাপতি ফরিদা বেগম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদিকা লোকসানা খবির, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ড. শিরীন বেগম, সহ সভাপতি আলম আরা শুভা, সাধারণ সম্পাদক সাহিদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নুরজাহান বেগম, সহ সাধারণ সম্পাদক আলেয়া বেগম, প্রচার সম্পাদক রেখা বেগম, সিদ্ধিরগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নাসিক কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা বঙ্গবন্ধু মহিলা আইনজীবী পরিষদের সভাপতি সেলিনা ইয়াসিন , সাধারণ সম্পাদক নাসিমা হাসনাত, মাহমুদা বেগম, শিউলী আক্তার, ডলি বেগম সহ অনেকেই।
নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী বলেন, আমার জীবনের শেষ দিন পর্যন্ত প্রয়াত ভাষাসৈনিক বেগম নাগিনা জোহা স্মরণ করবো। সুন্দর মনের মানুষ ছিলেন তিনি। আমরা যারা নারী নেত্রী আছি আমরা বেগম নাগিনা জোহার জীবনী নিয়ে আলোচনা করতে হবে। যাতে করে আগামী প্রজন্ম জানতে পারে নাগিনা জোহার সম্পর্কে। পরে ভাষাসৈনিক বেগম নাগিনা জোহার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।