বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে মানহানী কর বক্তব্যের অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেছেন সাবেক এমপি কায়সার হাসনাত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মানহানীর মামলা আবেদন করা হয়।
মামলা প্রসঙ্গে আওয়ামীলীগের সাবেক এমপি কায়সার হাসনাত বলেন, জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা একটি সভায় আমার মাকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেন। এতে আমার পরিবারের মানহানী হয়েছে। তাই আমি আজ আদালতে এমপি খোকার বিরুদ্ধে মানহানীর মামলা আবেদন করেছি।
বাদী পক্ষের আইনজীবী এড. জসিম উদ্দিন জানান, নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বাদী সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। আদালত মামলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দিবেন।
এসমময় সোনারগায়ের সাবেক এমপি কায়সার হাসনাতের সাথে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম সহ আওয়ামীলীগ ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।