বিজয় বার্তা২৪ ডটকমঃ
এমন বাজেট পাস করা হবে না, যাতে দেশের মানুষ কষ্ট পায়। যা হবে তা সব জনগণের জন্য। বাজেট পাসের পর সবাই খুশি হবে। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশে কৃষি অর্থনীতিবিদ সমিতির সেমিনারে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাজেট প্রস্তাবের পর থেকেই ভ্যাট ও ট্যাক্স নিয়ে জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে আলোচনা হচ্ছে। কিন্তু বাজেট পাস হবার পর আর কোনো আলোচনা থাকবে না। এগুলো সবার জন্য সহনীয় পর্যায়ে আনা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজেট প্রস্তাবের পর চালের দাম বাড়াটা একটি সাময়িক কৃত্রিম সংকট। বাজারে চালের অভাব নেই। দেশেও পর্যাপ্ত চাল রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আরো ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য টেন্ডার আহ্বান করা হচ্ছে।
তিনি বলেন, একসময় দেশের সাড়ে ৭ কোটি মানুষের খাদ্যের অভাব ছিল। বর্তমানে ১৬ কোটি মানুষেরও খাদ্যের অভাব নেই। আমরা চাল রপ্তানি করতে শুরু করেছি। দেশে আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমছে, কিন্তু খাদ্য উৎপাদন বাড়ছে।