বিজয় বার্তা ২৪ ডট কম
এবার দূর্গাৎসোব হিসেবে না দূর্গা পূজা হিসেবে আমরা পালন করা হবে। কেন্দ্রীয় কমিটি থেকে যে ২৬ টি দিক নির্দেশনা দিয়েছে সেই দিকনির্দেশনা সবাই মেনে চলবেন এবং পূজা সম্পন্ন করবেন। আরেকটি বিষয়ে লক্ষ্য রাখবেন, যেকোনো ধরনের উস্কানিমূলক ফাঁদে পা দিবেন না। নিজেদের নিরাপত্তা নিজেদের রাখতে হবে। সব সময় নিরাপত্তা বাহিনী আপনাকে নিরাপত্তা দিতে পারবে না। প্রয়োজনে প্রতিটি জায়াগায় চেক পোস্টে বসান।
শুক্রবার সকালে দেওভোগ দেওভোগ শ্রী শ্রী রাম সিতা জিউর বিগ্রহ মন্দিরে আসন্ন শারদীয় দূর্গোৎসব সুন্দর ও সুষ্ঠু করার লক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এড. খোকন সাহা এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আজকে সংখ্যালঘুদের স্বার্থে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সংখ্যালঘু বলতে শুধু হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সেই কাজে বাধা দেয়ার জন্য এবং সরকারের মান ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রি মহল অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের লাঙ্গলবন্দ স্নানের জায়গাকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে ১২’শ কোটি টাকার বরাদ্দ দিয়েছে, যা আজ পর্যন্ত কোনো সরকার দেয়নি।
সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক সাহা বলেন, আমাকে নিয়ে আপনাদের যে প্রত্যাশা আমি চেষ্টা করবো সবার প্রত্যাশা পূরণ করতে। এইবার মহামারী কোভিড-১৯ এর জন্যে যে সকল নির্দেশনা দেয়া হয়েছে সবাইকে তা মেনে চলার অনুরোধ করছি। বেঁচে থাকলে পরের বছর এর থেকে বেশি আনন্দঘন পরিবেশের মাধ্যমে দুর্গোৎসব পালন করবো।
সাধারণ সম্পাদক শিপন সরকার বলেন, আমাদের পূজায় ভিড়ের জন্য করোনায় আক্রান্তের হার বেড়ে গেছে এমন কথা যাতে কেউ না বলতে পারে সেইজন্য আমাদের কেন্দ্র থেকে যে সকল নির্দেশনা দেয়া হয়েছে তা সবাই মেনে চলবো। যারা সরকারি স্বাস্থ্যবিধিসহ কেন্দ্রীয় নির্দেশনা না মানবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনেক জায়গা থেকে আমাদের নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জ্জন দেখতে আসে, এইবার স্বাস্থ্য ঝুকির কথা চিন্তা করে তা হতে দেয়া হবে না। প্রতিটি এলাকাকে আলাদা আলাদা সেক্টরে ভাগ করে আলাদা আলাদা সময় বেধে দেয়া হবে প্রতিমা বিসর্জ্জনের জন্য। এইবার স্বাস্থ্য ঝুকি এড়িয়ে সকল স্বাস্থ্যবিধি মেনে পূজা সম্পন্ন হবে। পূজা মন্ডপগুলোতে সেলিম ওসমান এমপি মহোদয়ের বরাদ্দকৃত অনুদান পেতে পারে আমরা এই বিষয়ে সর্বত্মক চেষ্টা চালিয়ে যাবো। এমপি শামীম ওসমান মহোদয় ও সেলিম ওসমান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা তাদের সুস্থ্যতার জন্য প্রার্থনা করবেন।
এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্ত রঞ্জন দত্ত(সি আর দত্ত) সহ করোনাকালে নিহত সকলের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাশ ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহার ছেলের সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন সরকারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম সাহা, ফতুল্লা থানার সভাপতি রঞ্জিত মন্ডল, বন্দর থানা সভাপতি শংকর দাস, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, সোনারগাঁও থানা কমিটির সভাপতি লোকনাথ দত্ত, আড়াইহাজারের সভাপতি হারাধন দে, রূপগঞ্জের সভাপতি গণেশ পাল, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাউগী সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।