বিজয় বার্তা ২৪ ডট কম
কাফনের কাপড় পরা নজরুল সহ জুলহাস মিয়া ও তার ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্যের দায়ে এবার ৫০ লাখ টাকার মানহানীর মামলা করেছেন সস্তাপুরের ব্যবসায়ী মজিবুর রহমান।
আজ দুপুরে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (খ) অঞ্চলের আদালতে এই মামলাটি পরিবারের পক্ষে দায়ের করেন ফতুল্লার সস্তাপুরের ব্যবসায়ী মজিবুর রহমান। যার মামলা নং-৭৯৩/২০। আদালত থেকে এই অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে জবাব চেয়ে সমন জারি করা হয়েছে।
মামলার অভিযুক্তরা হলেন, ফতুল্লার সস্তাপুর এলাকার
মৃত ইমান আলীর ছেলে নজরুল ইসলাম (৫১), একই এলাকার মৃত হাতেম আলীর ছেলে জুলহাস মিয়া (৬৫), তার ছেলে জাকির হোসেন (৪৪)।
এর আগে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করা সস্তাপুরের জুলহাস মিয়া ও তার ছেলে জাকির হোসেন মজিবুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে বিভিন্ন কুরুচিপূর্ন বক্তব্য প্রদান করেন। পরে নজরুল ও তার স্ত্রী কাফনের কাপড় পরে ডিসি এসপি অফিসের সামনে মানববন্ধন করে চাদাবাজির অভিযোগ করে মজিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য প্রদান করেন। আর তাদের বক্তব্যে প্রতিবাদে সংবাদ সম্মেলন করে মিথ্যা দাবি করে মজিবুর ও নজরুলের ভাই ও বোনেরা। এ ঘটনার সুষ্ঠ তদন্ত চেয়ে ডিসি এসপির কাছে স্মারকলিপি প্রদান করেন মজিবুর রহমান। পরে এ ঘটনায় আজ মানহানীর মামলা দায়ের করেন মজিবুর।