বিজয় বার্তা ২৪ ডট কম
করোনা সংকটকালীন সময়ে গার্মেন্টস শিল্পের সুরক্ষা বিষয়ে সকল স্টেকহোল্ডারদের সাথে এক জরুরী সভা করেছেন শ্রম-প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সভায় করোনার কারনে কারখানা খোলার পরও যেসকল শ্রমিক কাজে যোগ দিতে পারেনি তাদেরকে কোন প্রকার ছাটাই না করে এপ্রিল মাসে ৬০শতাংশ বেতন পরিশোধ করার সিদ্ধান্ত দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান।
মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুর ২টায় ঢাকায় শ্রম ভবনে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। সভায় বিকেএমইএ এর পক্ষে প্রতিনিধিত্ব করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
বিকেএমইএ এর সভাপতি এ.কে.এম সেলিম ওসমান বলেন, এই মুহুর্তে কোন অবস্থাতেই কোন কারখানার শ্রমিককে ছাটাই করা যাবে না।
সভায় করোনা সংকটকালে পোশাক কারখানা, উদ্যোক্তা ও শ্রমিকদের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে কারখানা পরিচালনা করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে, করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সামাজিক দূরত্ব রক্ষা করতে গিয়ে অনেক শ্রমিকই নিজ নিজ কর্মস্থল ছেড়ে নিজ নিজ জেলা শহরে চলে গেছে এবং এখনো ফেরেনি। আবার অনেকে করোনার কারণে কারখানা খোলা থাকলেও কাজে যোগদান করতে পারেনি। এসব শ্রমিকদের এপ্রিল মাসে ৬০শতাংশ বেতন দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে এপ্রিল’২০ মাসে কোনো শ্রমিককে কোনোভাবেই ছাঁটাই না করার সিদ্ধান্ত সর্বসম্মতিতে গৃহীত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, এফবিসিসিআই’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এম.পি, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস্ সালাম, পিপিএম, বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেমসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।