বিজয় বার্তা ২৪ ডট কম
নাশকতার আশাংকায় গ্রেফতারকৃত মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড সাখাওয়াত হোসেন খান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীবসহ ৫ আসামীর জামিন ও রিমান্ড’র শুনানী আগামী ৮ ফেব্রুয়ারী নির্ধারন করেছেন আদালত। এসময় তাদের কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন আদালত।
সোমবার বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালতে এই শুনানী দিন নির্ধারন করা হয়। এসময় পুলিশ আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ ফেব্রুয়ারী শুনানীর দিন নির্ধারন করেন।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতার আইনের (১৫/৩) ও বিস্ফোরক দ্রব্য আইনের ধারা(৩-ক) এ সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মহানগর বিএনপির সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ক এড. আনোয়ার প্রধান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক এড. মাইনুদ্দিন রেজা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ ইস্রাফিল প্রধান।
এদিকে গত ৪ ফেব্রুয়ারী রাতে নাশকতার আশাংকার অভিযোগে ৩৪ জনের নাম উল্লেখ্য করে মোট ৫০ জনের নামে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে ৩ আইনজীবী সহ বিএনপির নেতৃবৃন্দ গ্রেফতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসময় তাদের গ্রেফতারের তীব্র নিন্দ, প্রতিবাদ ও মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।
মামলার বাকী পলাতক আসামীরা হলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার, বিএনপি নেতা মো: শাহ আলম, মনিরুল আলম সেন্টু, কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার, এটিএম কামাল, মো: সবুজ, রানা মুজিব, রাসেদুর রহমান রশু, মোশারফ হোসেন রুবেল, মোয়াজ্জেম হোসেন মন্টি, সুরুজ জামান সুরুজ, হাসান আহমেদ, নুরুল হক চৌধুরী, দিপু চৌধুরী, দর্পন প্রধান, আকরাম প্রধান, মশিউর রহমান রনি, রিয়াদ হোসেন, মাহবুব হোসেন জুলহাস, শাহেদ আহমেদ ওরফে বোমারু শাহেদ, রিপন ওরফে ফতে মো: রেজা রিপন, মনিরুল ইসলাম সজল, আরাফাত, মহিউদ্দিন, মো: ফারুক আহমেদ, মো: রিপন ওরফে পিচ্চি রিপন, এড. আব্দুল হামিদ খাঁন ভাষানী, জাহাঙ্গীর কমিশনার, মনির হোসেন, মো: লিখন ওরফে লিখন সরকার, রিটন দে সহ অজ্ঞাত আরো অনেকে।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত রায় ঘোষনা করবেন আগামী ৮ ফেব্রুয়ারী। রায়ের দিন খালেদা জিয়া গ্রেফতার হওয়ার আশাংকায় বিএনপির নেতৃবৃন্দ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এদিকে নাশকতা সংঘটনের আশাংকায় বিএনপির নেতৃবৃন্দের গ্রেফতার করেছে পুলিশ। তার ধারবাহিকতায় গত রবিবার রাতে মাশুকুল ইসলাম রাজীব ও কাউন্সিলর ইস্রাফিল প্রধানকে গ্রেফতার করে।এদিকে সকাল ১০টায় খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়ে আসার সময় এড.সাখাওয়াত হোসেন খান, এড. আনোয়ার প্রধান, এড মাইনুদ্দিন রেজাকে গ্র্রেফতার করে পুলিশ।