বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়া থেকে সদ্য আটক হওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এড. তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি এই তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছেন।
মাশুকুল ইসলাম রাজীব বিবৃতিতে উল্লেখ করেন, নারায়ণগঞ্জবাসীর দৃষ্টি ঘুড়াতে এড. তৈমূর আলম খন্দকারকে আটক করা হয়েছে। উদ্দেশ্য প্রনদীত ও রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে তাকে আটক করা হয়েছে।একজন আইনজীবীকে এভাবে টেনে হিছরে আদালত পাড়া থেকে পুলিশ আটক করেছে।এটা খুবই ন্যাকারজনক ঘটনা।
জিয়ার আর্দশের সৈনিকদের হামলা মামলা ও আটক করে বেশীদিন আটক করে রাখা যাবে না। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করে যাবে।
তিনি আরো বলেন, আগামী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবীদের জয় নিশ্চিত জেনে এড. তৈমূরকে আটক করা হয়েছে। তবে এই নির্বাচনে জিয়ার সৈনিকদের জয় নিশ্চিত। আটক করে জয়কে কেউ বাঁধাগ্রস্থ্য করতে পারবে না। আমি এর তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে জেলা আদালত পাড়ায় আসন্ন আইনজীবী সমিতি নির্বাচনের প্রচারণাকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারকে একটি নাশকতা ও একটি সাধারণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করেছেন ফতুল্লা থানা পুলিশ। পরে দুপুরে এড. তৈমুর আলম খন্দকারকে দুই নং বিশেষ ট্রাইব্যুনাল মোঃ আলী হোসেন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসিন’র আদালতে হাজির করে তার পক্ষে জামিনের আবেদন চাইলে। আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।