বিজয় বার্তা ২৪ ডট কম
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অয়ন ওসমানের পক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শনিবার রাত ১২ টা ১ মিনিটে চাষাঢ়া শহীদ মিনারে এই শ্রদার্ঘ অর্পণ করেন তারা। এর আগে তোলারাম কলেজের সামনে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ একত্রিত হয়ে একুশের মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ হাসনাত রহমান বিন্দু, যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতান, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাাম রাব্বী প্রান্ত, সাংগঠনিক সম্পাদক মাহবুুুব সৌরভ সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ।