বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আমাকেই প্রয়োজন।
সোমবার সকালে শহরের আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ও ১২ নম্বর ওয়ার্ডের ইসদাইর উত্তর চাষাঢ়ায় গণসংযোগের সময়ে তিনি এসব কথা বলেন।
আইভী আরো বলেন, বন্দরের মানুষ অবহেলিত নয়। তাদের রাস্তাঘাট ড্রেন সবই করে দেয়া হয়েছে। তবে শীতলক্ষ্যা নদীর উপর সেতুর জন্য একটা প্রশ্ন উঠেছে। সেতু করে দিব এ ধরনের কোনো প্রতিশ্রুতি আমি কখনো দেই নাই। তবে সেতুর জন্য বিগত ৫ বছর অনেক চেষ্টা করেছি। এর প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে। প্রয়োজনে এলজিইডির সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন আমাদের ফাইলটা কতদুর পর্যন্ত আগানো আছে। এ ফাইল একনেকে যাওয়ার অপেক্ষায় আছে। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে সেতুটি নির্মাণ করে দেবেন।
নির্বাচনের পরিবেশ উৎসবমুখর দাবি করে আইভী বলেন, এখনও পর্যন্ত কোনো খারাপ অবস্থা পাইনি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এখন পুরো নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের আরো মাত্র ৯ দিন বাকি। দিনের পর দিন নির্বাচনের চিত্র বদলাচ্ছে। যদি নির্বাচন কমিশন মনে করেন তাহলে তারা সেনাবাহিনী মোতায়েন বিষয়ে ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই।
কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি আইভী সাখায়াত হোসেনের এ অভিযোগের প্রেক্ষিতে আইভী বলেন, এ বিষয়ে জনগণ বলবে, আমি বলবো না। উন্নয়ন কী করেছি না করেছি সেটা জনগণই ভালো বলতে পারবে। গ্যাস-পানির সমস্যার বিষয়ে আইভী বলেন, গ্যাস ও পানি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন নয়। গ্যাসের একটা সমস্যা নারায়ণগঞ্জে আছে। ইতোমধ্যে আমি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এখন কিছুটা গ্যাসের চাপ কমে গেছে। তবে গ্যাসের জন্য কাজ এখানো চলছে। তাই দয়া করে এ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। নারায়ণঞ্জে পানি ঠিক আছে তবে সিদ্ধিরগঞ্জে একটু সমস্যা আছে। এটা ঢাকা ওয়াসার কাজ, সেটা ওয়াসাই দেখবে। কিন্তু এ কাজটাকে সহযোগিতা করার জন্য আমাদের যতটুকু করার প্রয়োজন সেটা করবো।
এসময় উপস্থিত ছিলেন তারাবো পৌর সভার মেয়র হাসিনা গাজী, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীরসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।