বিজয় বার্তা ২৪ ডট কম
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ ব্যক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল দশটায় থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া’র সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ও কর্মশালার সম্বয়ক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, এনডিসি জোতিস বিকাশ চন্দ্র, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খবির উদ্দিন আহমেদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা আকসির, সহ সম্পাদিকা লোকসান খবির, গ্ৰীন ফর প্রিসের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, আরিফ মিহির প্রমুখ ।