বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এমপি সেলিম ওসমানের মালিকানাধীন রপ্তানিমুখী ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটার্য়াস লিমিটেডে পরিবেশ বান্ধব নতুন ‘গ্রিন প্রকল্প’ কারখানার উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যেই পরিবেশ বান্ধব এই কারখানাটি ইউএস গ্রীণ বিল্ডিং কর্পোরেশন থেকে গোল্ড সার্টিফিকেট অর্জন করেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত উইজম অ্যাটায়ার্স লিমিটেডে নতুন এ কারখানাটির আনুষ্ঠিক উদ্বোধন করা হয়। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
এর আগে দুপুর ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়কের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বুথের উদ্বোধন করেন।
গ্রীন প্রকল্পটি উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ্ এ সারওয়ার সাংবাদিকদের বলেন, পরিবেশের ভারসাম্য, শ্রমিকের স্বাস্থ্য, ক্রেতা ধরে রাখতে বিশ্বের চাহিদাকে মাথায় রেখে দেশের সার্বিক অর্থনীতির সোপানকে এগিয়ে নেওয়ার জন্য পরিবর্তিত পরিস্থিতিকে নতুন করে এগিয়ে নেওয়ার জন্য আমরা এমন অর্থায়নের ব্যবস্থা করছি। আইএফআইসি ব্যাংক বাংলাদেশের উল্লেখ যোগ্য দুই থেকে তিনটে পুরনো ব্যাংকের মধ্যে অন্যতম। বর্তমানে দেশে যারা শিল্পপতি রয়েছেন তাঁদের সূচনা লগ্ন থেকে আইএফআইসি ব্যাংক তাদের সাথে কাজ করেছে। আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান গ্রীন প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, গ্রীন প্রকল্প বায়ারদের চাহিদা থেকে আমাদের জন্য বেশি প্রয়োজন বলে আমি মনে করি। কারন দেশের পরিবেশের উপর ভবিষ্যত প্রজন্ম নির্ভরশীল। যখন ডাইং বর্জ্যে নদীর পানি দূষণ হতে শুরু করে তখন আমরা ইটিপি নির্মাণ শুরু করি। কিন্তু পরিবেশ অধিদপ্তরের অভিযানে দেখা যায় যাদের ইটিপি নেই সেখানে অভিযান হচ্ছে না। যাদের ইটিপি রয়েছে তারাই বেশি হয়রানী শিকার হচ্ছে। এমন চলতে থাকলে হয়তো আমাদের লক্ষ্য অর্জন সম্ভব নয়। গ্রীন প্রকল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য, কর্মপরিবেশ সহ সার্বিক বিবেচনায় কারখানা নির্মিত হয়। এখানে লক্ষ্য করবেন শ্রমিকদের শীত কিংবা গরমে আলাদা কোন কাপড় ব্যবহার করতে হবে না। পর্যাপ্ত আলো বাতাস সরবরাহ থাকায় তাদেও অক্সিজেনের কোন ঘাটতি হয় না। সবুজায়ন থাকায় তাদের কর্ম শক্তি সতেজ থাকে। প্রথম দিকে এটা নিয়ে আমরা ভীত ছিলাম। দুই একটি করে যখন আমরা শুরু করেছি তখন দেখা যাবে এটি ছাড়া অন্য আর কোন বিকল্প নাই।
আইএফআইসি ব্যাংকের বুথ ও গ্রীণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ডিএমডি এম এম হাইকেল হাসমি, এসএম মঈনউদ্দিন, নুরুল হাসনাত, সৈয়দ মনসুর মোস্তফা, উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর নির্বাহী পরিচালক আকতার হোসেন অপূর্ব, সোয়েব মোহাম্মদ আরেফিন, আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, আব্দুল আলিম, এ এ এম কালাম, মো: খলিলুর রহমান লিয়াকত হোসেন প্রমুখ।