বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আমরা পূজার মাধ্যমে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি। দেশের জন্য আমাদের সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা ঈদ উপলক্ষে যেমন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করি তেমনি শারদীয় দূর্গা পূজা উৎসব শেষে সবাইকে নিয়ে দূর্গা পূজার পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সোমবার মধ্য রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া সহ পরিবারে শহরের নয়ামাটি নতুন সাবজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করার সময় এসব কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, কোষাধ্যক্ষ সুশীল দাস, প্রচার সম্পাদক তপন ঘোষ সাধু, সাংস্কৃতিক সম্পাদক উওম সাহা, প্রকাশনা সম্পাদক রতন দত্ত, নয়ামাটি নতুন সাবজনীন পূজা কমিটির সভাপতি রতন পাল , সাধারণ সম্পাদক তাপস সাহা, নন্দীপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক শংকর দাস প্রমুখ ।
এ সময়ে জেলা প্রশাসক রাব্বী মিয়া সহ পরিবারে সনাতন ধর্মের উপস্থিত মানুষের সাথে শারদীয় দূর্গা পূজা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত বিশেষ লেজা শো পদর্শনী উপভোগ করেন ।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে রাব্বী মিয়া বলেন, আমরা যারা দেশকে ভালোবাসি তারা সবাই যার যার ধর্মকে ভালবাসি। দেশকে ভালবেসে সকল সম্প্রদায়ের মানুষ একে অন্যের সকল উৎসব সমান ভাবে উপভোগ করি। এতে বুঝা যায় ধর্ম যার যার উৎসব আমাদের সবার।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত এই লেজার শো পূজার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন আগামীতে মিটিংয়ে এই পদর্শনী নিয়ে আলোচনা করা হবে।