বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি হোসাইন মুহাম্মদ কাওছার বাঙ্গালী বলেছেন, আমাদের দেশের সুবিধা বঞ্চিত অসহায় মানুষগুলো না খেয়ে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছেন। তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই প্রতিটি ঈদের আনন্দ উপভোগে তারাও যেন সকলের মতো করে আনন্দ করতে পারে আর ভাল মন্দ কিছু খেতে পারে। ঈদের আনন্দকে যেন তারা আমাদের সকলের সাথে ভাগাভাগি করে নিতে পারে।
শনিবার (৩০জুন) বাদ আছর শহরের ১নং রেল গেইট সংলগ্ন আই জে এ মিলনায়তন সোনালী ভবন-২ এর তৃতীয় তলায় ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ও মাদক বিরোধী যুব র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ ও সমাজ থেকে মাদক চিরতরে দূর করতে হবে। মাদক নিয়ন্ত্রন নয়, মাদক আমাদের নিমূল করতে হবে। মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে দেশকে মুক্ত রাখতে হবে। স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং সমাজ ধংসের হাতিয়ার মাদকদ্রব্য থেকে যুব সমাজদের বাঁচাতে গণসচেতনা সৃষ্টির লক্ষে কাজ করে যেতে হবে। মানুষের ন্যায্য অধিকার আদায়ে ঝাপিয়ে পরতে হবে। এ দেশে আওয়ামীলীগ, বিএনপি আর জাতীয় পার্টির ভেদাভেদ থাকলেও আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ সংগঠনগুলো এক জোট। এই সমাজে কারা মাদক কিক্রি করছেন আর কারা শিবির করছেন প্রশাসন কি জানে না? জামায়াত-শিবিরের সাথে ইসলামী আন্দোলনের কোন সম্পর্ক ছিলনা আর নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ -৪ আসনের ইসলামী আন্দোলন মনোনীত সাম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি গিয়াস উদ্দিন মুহাম্মদ খালিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় উপ-সম্পাদক মাওলানা রায়হান মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহনগরের প্রশিক্ষন সম্পাদক মাওলানা মুহাম্মদ শামসুল আলম, নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোহাইল মাহমুদ সরকার সহ যুব আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা পরে মাদক বিরোধী একটি যুব র্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিন করে ডিআইটি জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।