বিজয় বার্তা ২৪ ডট কম
আজ ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার বিকাল ৫টায় নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর ২০২১-২০২২ইং সেশনের কমিটি ঘোষণা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে.এম আতিকুর রহমান। মহাসচিব সাহেব প্রধান অতিথির বক্তব্যে বলেন, দ্বীন বিজয়ের জন্য যোগ্য, খোদাভীরু কর্মঠ নেতৃত্বের বিকল্প নেই। ২০২১-২০২২ইং সেশনের সভাপতি হিসেবে মুহা. নূর হোসেন ও সেক্রেটারি হিসেবে সাবেক সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেয়া হয়।