বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক বলেন, কয়েক হাজার মুসলমানকে হত্যা করার উদ্দেশ্যেই শোলাকিয়ায় হামলা চালানো হয়েছিল। কিন্তু পুলিশের সক্রীয়তার কারণে তা হয়ে উঠেনি। তথাকথিত ইসলাম কায়েমকারীরা ইসলামকে ধ্বংস করার জন্য আইএস নামে হামলা চালাচ্ছে।
সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসায় আনুষ্ঠিত সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে জেলা পুলিশ সুপার মাদ্রাসা ছাত্রদের লেবাস ব্যবহার করে যেন কেউ ইসলামকে ধ্বংস না করতে পারে তার জন্য খেয়াল রাখার পরামর্শ দেন ছাত্রদের। মাদানী নগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, আইএস সঠিক পথে নেই। তারা সত্যিকার মুসলমান না।
সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদ্রাসা ও ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আলী আকবর, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত ম্যজিষ্ট্রেট গোলাম সারোয়ার, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মেসবাহ্্ উর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) সরাফত উল্যাহ, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, কাওমী মাদ্রাসার শিক্ষা বোর্ডের কর্মকর্তা আব্দুল বারী, মুফতি বশিরউল্যাহ, মাওলনা আবুল ফাত্তাহ, মুফতি মাওলানা হাবিবুর রহমান ও নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল, মোহাম্মদ আলী মাদানী প্রমুখ। মতবিনিময় মুফতি মাওলানা ফয়সালের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তফিজুর রহমান, সহকারী পরিচালক মহিউদ্দিন, ফিল্ড সুপারভাইজার আল-আমিন। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ইসলামি সংগীত পরিবেশন করেন মাদ্রাসার ছাত্র আবু বকর ও মাহমুদ। সভায় বক্তারা বলেন, একজন মুসলমানকে অপর মুসলমান বিনা দোষে বা বিনা অপরাধে হত্যা করা হারাম। একটি মুসলমান রাষ্ট্রে বা একজন মুসলমান ব্যক্তির কাছে অন্য ধর্মাবলাম্বি ব্যক্তির নিরাপত্তার হুকুমও দিয়েছে।
