বিজয় বার্তা ২৪ ডট কম
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ইলিশ রক্ষা কর্মসূচী-২০১৬ পালিত হতে যাচ্ছে।
‘মা ইলিশ রক্ষা পেলে বার মাস ইলিশ মেলে” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহণ ও মওজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন অমান্যকারিকে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদন্ড অথবা ৫ হাজার টাকা পর্যস্ত জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত করা হবে।
এ ব্যাপারে না.গঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মমিনুল হকের সাথে আলাপকালে তিনি জানান, ইলিশ রক্ষা কর্মসূচী ২০১৬ সফল করতে সদর উপজেলার প্রতিটি মাছ বাজারে জেলা মৎস্য অধিদফরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বশরীরে উপস্থিত থেকে আড়ৎদান ও মৎস্য ব্যবসায়ীদের অবহতি করেন। মাইকের মাধ্যমেও মৎস্য ব্যবসায়ীসহ সকলকে সচেতন করা হয়।