বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বর্তমান সভাপতি হারাধন চন্দ্র দে পুনরায় সভাপতি ও দুলাল রায়কে সাধারন সম্পাদক,তাপস কর্মকার,প্রদীপ কুমার রায়,নগরবাসী দাসকে প্রেসিডিয়াম সদস্য ও খোকন মিত্রকে কোষাধ্যক্ষ করে ৭১ সদস্য বিশিষ্ট আড়াইহাজার উপজেলা কমিটি নির্বাচিত করা হয়েছে।
১২ মে শনিবার বিকালে আড়াইহাজার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আড়াইহাজার উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আড়াইহাজার উপজেলার সভাপতি হারাধন চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক শ্রী প্রদীপ দাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শ্রী লিটন পাল ,সাধারন সম্পাদক শ্রী নিমাই দে ,নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মি. সৌরভ দেউড়ী, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও উপজেলা রামকৃষ্ণ সংঘ,আড়াইহাজার এর সভাপতি শ্রী জওহর লাল ঘোষ, এ শ্রী তাপস কর্মকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,বাবু রমাকান্ত, ফতুল্লা উপজেলার সভাপতি শ্রী রঞ্জিত মন্ডল,নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য,বন্দর উপজেলার সাধার সম্পাদক সাধারন সম্পাদক শ্রী সুজন দাস, আড়াইহাজার উপজেলা পূজা উদ্যাপন কমিটির সহ-সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস,শিল্পপতি নগরবাসী দাস,রামকৃষ্ণ সংঘ আড়াইহার এর সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস,সারদা সংঘ আড়াইহাজার এর সাধারন সম্পাদক অনিতা চক্রবর্তী,বান্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস দাস,গ্রামীন ব্যাংক উচিৎপুরা শাখার ম্যানেজার অসীম কুমার দাস,গীতা সংঘ,আড়াইহাজার এর সভাপতি সজীব সেন,উচিৎপুরা কীর্ত্তন কমিটির সভাপতি লোকনাথ বর্মন,রতœগরদী পঞ্চায়েত নেতা সুভদ্র দাস,পাচানী পঞ্চায়েত নেতা দুলাল দাস।
বিকাল থেকে রাত পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় পর্বে হাজারো মানুষের সমর্থনে বর্তমান সভাপতি হারাধন চন্দ্র দে কে সভাপতি ও দুলাল রায়কে সাধারন সম্পাদক , তাপস কর্মকার,প্রদীপ কুমার রায়,নগরবাসী দাসকে প্রেসিডিয়াম সদস্য ও খোকন মিত্রকে কোষাধ্যক্ষ করে ৭১ সদস্য বিশিষ্ট আড়াইহাজার উপজেলা কমিটি নির্বাচিত করা হয়েছে ৭১ সদস্য বিশিষ্ট আড়াইহাজার উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
অন্য সদস্যরা হল-যুগ্ম সম্পাদক বলরাম সূত্রধর,লোকনাথ বর্মন,সাংগঠনিক সম্পাদক শীতল ভেিৈমক,সুভদ্র দাস, গোবিন্দ বর্ধন, প্রচার প্রকাশনা সম্পাদক স্বপন চন্দ্র দাস,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কার্তিক দাস,জনসংযোগ সম্পাদক বাবুল দাস,দপ্তর সম্পাদক হরিলাল দাস,যুব সম্পাদক রিপন চন্দ্র কর,ছাত্র বিষয়ক ডা: সুমন দাস, কার্যকরি সদস্য,মৃদৃল কান্তি পাল,খোকন সূত্রধর,ডা: তপন আচার্য,রবীন্দ্র মোহন সেন,সুবাস দাস,সুবোধ নন্দী,বিজয় পোদ্ধার,সুধির ধর,রামকৃষ্ণ চক্রবর্তী,অজিত কুমার সাহা,ভবেশ সরকার,অর্পন বনিক,কৃষ্ণ মোদক,নিত্যানন্দ সেন,সুধির দাস,নারায়ণ দাস,দুলাল দাস,রমেশ দাস,রঞ্জিত দাস,উত্তম দাস,,লিটন সাহা,শান্তি রঞ্জন দাস,কালিপদ বিশ্বাস,তপু মন্ডল,সুজন শীল,ঝন্টু রায়,সঞ্জিবন শীল,সুকুমার দাস,লিটন সূত্রধর,ভজন সূত্রধর,সুধন দেবনাথ,রাম প্রসাদ দাস,রতন চন্দ্র দে,শংকর শীল, লোকনাথ দাস,সজিব সেন,বিশ্বজিত শীল,সবুজ মিত্র,সবুজ ভৌমিক,গোপাল ভৌমিক,লিটন রায়,রাজন দে,ধনঞ্জয় বিশ্বাস,সজল ভৌমিক,সুমন কর্মকার, লিটন দাস,বিশ্বনাথ দাস(মেম্বার),খোকন চক্রবর্তী,ক্ষুদিরাম দাস,ভুবন চন্দ্র দাস,রতন চন্দ্র দাস,দিপঙ্কর মনি,রিপন চন্দ্র মনি,। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক দুলাল রায়।