বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় তুরাগ থানার ইন্সপেক্টর(তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহ জুয়েল(৪৪) নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায়।
নিহত পুলিশ ইন্সপেক্টর আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাতে পুলিশ ইন্সপেক্টর সফিউল্লাহ জুয়েলের বহনকারী প্রাইভেটকারটি পুরিন্দা বাজারে থামানো অবস্থায় ছিল। ঐ সময় সিলেটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে চাপা দেয়। চাপা দেওয়ার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। দূর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশ ইন্সপেক্টর সফিউল্লাহ জুয়েল ও তার গাড়ির চালককে উদ্ধার করে রূপগঞ্জের কর্ণগোপ ইউ এস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইন্সপেক্টর সফিউল্লাহ জুয়েলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভুলতা হাইওয়ে ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাভার্ডভ্যানের চালককে গ্রেফতার করতে পারেনি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ খান জানান,এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে।