বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমিত কুমার কর হৃদয় (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কের উপজেলার ফকির বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় উপজেলার পাঁচগাঁও দেওয়ানপাড়া গ্রামের শেখর রঞ্জন করের ছেলে। তিনি নরসিংদীর সদর থানায় কমর্রত ছিলেন।
আজ রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম। ওসি জানান, শনিবার গভীর রাতে নরসিংদী থেকে আড়াইহাজারে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। এ সময় তার মোটরসাইকেলটিকে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় স্বজনরা এখনও মামলা করেননি।