বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোয়া ৫টন অবৈধ পলিথিন সহ ২ জনকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, ১৬ জানুয়ারী শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশি টহল দেওয়ার সময় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ঢাকা মেট্রো-ট-২০-৫৪২৮ নম্বরের একটি ট্রাক আটক করে থানা পুলিশ। পরে তা তল্লাসী করে দেখতে পান ট্রাকে সোয়া ৫টন অবৈধ পলিথিন সহ হার্ডওয়ারী মালামাল। পরে পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে সহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত চালক বরিশাল জেলার বাশিপুর সদর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কবির হোসেন(৪৯) ও হেলপার একই এলাকার শহিদ হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার(২২)।
অভিযানকারী পুলিশ কর্মকর্তা পিএসআই সোহাগ জানান, উল্লেখিত আটক চালক ও হেলপার প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লেখিত মালামালের কথা জানান,তবে মালের ওজন দেওয়া হয়নি। তারা ঢাকা থেকে সিলেটে এ পলিথিনগুলো নিয়ে যাচ্ছিলেন বলে তিনি জানান।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হচ্ছে।