বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইমন টেক্সটাইল অ্যান্ড সাইজিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম মোমেন মিয়া। তিনি সিরাজগঞ্জ জেলার আইবেড়া গ্রামের বাসিন্দা।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হাওলাদার তথ্যটি নিশ্চিত করেন।
সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সাইজিং ইউনিটের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ওসি আজিজুল হাওলাদার জানান, আড়াইহাজারের গোপালদী এলাকার টেক্সটাইল কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ প্রতিষ্ঠানের স্ট্রিমিং সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বয়লারের গরম পানি শ্রমিক মোমেনের শরীরে পড়ে ঝলছে যায়। এ সময় কর্মরত শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করান। পরে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এখানে কারও অবহেলা রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।