বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে দু পক্ষের সংঘর্ষে কম পক্ষে ৩৫ ব্যাক্তি আহত হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে উপজেলার বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ২ জন টেটাবিদ্ধ । ভাংচুর ও লুটপাট করা হয়েছে ৫ টি বাড়ী।
পুলিশ ও এলাকাবাসি জানায়, তেতুই তলা কবি নজলরুল ইসলাম স্কুল এন্ড কলেজের কর্তৃত্ব নিয়ে দীর্ঘ দিন যাবত সেলিম গ্রুপ ও সুলতান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে সেলিম গ্রুপের লোকজন সুলতানের লোকজনদেরকে সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত শুরু হয় । সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ ব্যাক্তি আহত হয়। আহতরা হলো বাবুল, মোক্তার, রুবেল, ফাহিম, আবু ছিদ্দিক খোকন, আরিফ, ইউছুফ, ইমাম হোসেন, ইদ্রিছ আলী, ঈমান হাসান, সেলিম, আছমত আলী, আক্রম আলী, মজিবুর, রমুজা বিবি, আনার প্রমুখ। এদের মধ্যে রুবেল ও আনারকে টেটা বিদ্ধ করা সহ ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ভাংচুর ও লুটপাট করা হয়েছে বাবুল, মোক্তার, দেলোয়ার ও সোলেমান মজিবুরের বসত ঘর ও আসবাবপত্র। আহতরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও নারায়ণগঞ্জে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) শফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে জানান পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।