বিজয় বার্তা ২৪ ডট কম
পৈত্রিক সম্পত্তির বিরোধপূর্ণ জমিতে বালু ফেলাকে কেন্দ্র করে দুই বোনের ঝগড়ার সময় শালির ধাক্কায় বালুর মধ্যে পড়ে গিয়ে মোন্তাজউদ্দিন(৬৫) নামে দুলাভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানাগেছে, ৩০ মে রবিবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় বাজার এলাকায় বিরোধপূর্ণ পৈত্রিক জমিতে শাহিনূরের স্বামী মোন্তাজউদ্দিন ট্রাক দিয়ে বালু এনে রাখে।
সকাল ৯টায় শাহিনূর ও তার স্বামী স্তুপকৃত বালু নিজেরা বহন করে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় বোন হোসনে আরা এসে বাঁধা দেন।
এ নিয়ে দুই বোন হোসনে আরা ও শাহিনূরের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে পাশে থাকা শাহিনূরের স্বামী মোন্তাজউদ্দিন এসে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করে।
ঐ সময় শালি হোসনে আরার ধাক্কায় বৃদ্ধ দুলাভাই মোন্তাজউদ্দিন স্তুপকৃত বালুতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পড়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মোন্তাজউদ্দিনের মৃত্যু হয়। পুলিশ ঘটনার পর হোসনে আরার মেয়ের জামাই সফিকুল ইসলাম(৪৫)কে গ্রেফতার করেছে।
নিহত মোন্তাজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন জানান,ধাক্কা ও অন্ডকোষে লাথি মারার কারনে তার পিতার মৃত্যু হয়।
এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় ৬জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান,লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারন জানাযাবে।