বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মৃত্যু ও নানী নাতিনকে আলাদা করতে পারেনি। নানীর মৃত্যু শোক সইতে না পেরে নানীর মৃতদেহের উপর পড়ে মুত্যুর কোলে ঢলে পড়লেন নানীর সকল সময়ের সাথী কলেজে পড়–য়া নাতিন চৈতি রানী ভৌমিক(২০)।
ঘটনাটি ঘটেছে উপজেলা সদরে বড়দিঘিরপাড় এলাকায় বৃহস্পতিবার(১৭ডিসেম্বর) সকালে।
জানাগেছে,আড়াইহাজার এলাকার মৃত কালিপদ মিত্রের স্ত্রী অঞ্জলা রানী মিত্র(৭৫) বার্ধক্য জনিত কারনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। এ ঘটনার সংবাদ পেয়ে অঞ্জলা রানীর বড় মেয়ে শিপ্রা রানীর মেয়ে চৈতি রানী ভৌমিক নানীকে ধরে কান্নাকাটি করতে থাকে। ঐ সময় কান্নারত অবস্থায় চৈতি জ্ঞান হারিয়ে ফেলে। পরে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় স্থানীয় জবেদ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চৈতি রানী আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের ছাত্রী বলে জানা যায়। পারিবারিক সূত্রে জানাগেছে,নানী অঞ্জলা রানী মিত্রের অত্যধিক প্রিয় ছিল নাতিন চৈতি। তারা বেশীরভাগ সময় একসাথে থাকত। কেউ কাউকে চোখের আড়াল করতে পারত না। চৈতি রানী ভৌমিক এলাকার শ্রীদাম ভৌমিকের তিন সন্তানের মধ্যে সবার ছোট কন্যা । তাদের এ মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার কৈয়াবিল মহাশ্মশানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানায়।