বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে ওমর আলী ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে ২টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে,সম্প্রতি উপজেলার খাগকান্দা ইউনিয়ন সহ আশেপাশের গ্রাম গুলোতে গরু চুরি বৃদ্দি পায়। কয়েকদিন পূর্বে পাঁচানী এলাকার আরফত আলীর বাড়ি থেকে ও গরু চুরি হয়। এ ঘটনায় ২৫ নভেম্বর রাতে থানা পুলিশ খাগকান্দা ইউনিয়নের কদমতলা এলাকার কুখ্যাত ডাকাত ওমর আলীর বাড়িতে অভিযান চালায়। ওমর আলীর ছেলে সেলিম ও হুমায়ুনের ঘর থেকে পুলিশ ২টি গরু উদ্ধার করে। ঐ সময় পুলিশের আগমন টের পেয়ে ওমর আলী ডাকাত ও তার ২ছেলে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান,আদালত থেকে গরুর মালিকানা নির্ধারন হলে প্রকৃত মালিকের কাছে গরুগুলো বুঝিয়ে দেওয়া হবে। তিনি আরো জানান, ওমর আলী ও তার ছেলেদের বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতি ও চুরির অভিযোগ রয়েছে।