বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গলায় ছুরিকাঘাত করে নুরুন্নাহার বেগম (৭৫) কে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৭জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে উপজেলার ছোট বিনারচর এলাকায়।
জানাগেছে, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ছোট বিনারচর এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী নুরুন্নাহার বেগমের ক্রয়কৃত বাড়ির টিন সেট দালানের একটি খালি কক্ষ হতে তার ক্ষতবিক্ষত মৃত দেহ দেখতে পায় বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেনের স্ত্রী কুলসুম বেগম। রক্তাক্ত লাশ দেখে কুলসুম বেগম চিৎকার দিলে বাড়ির লোকজন এসে ঐ বৃদ্ধাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত বৃদ্ধার ছেলে কবির হোসেন জানান, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মা তাদের পুরানো বাড়িতেই ছিলেন। ঐ সময়টুকু সে মায়ের সাথেই ছিলেন বলে জানান। পরে সে বাড়ি থেকে বের হয়ে যান। যে বাড়িটিতে তার মায়ের লাশ পাওয়া যায় সেটি তাদের ক্রয়কৃত বাড়ি। এ বাড়ির একটি টিনসেট দালানের তিনটি কক্ষের দুটি কক্ষ বিল্লাল নামে এক ব্যক্তির নিকট ভাড়া দেওয়া হয়। সেখানে একটি কক্ষ খালি পড়ে ছিল। সন্ধ্যায় ভাড়াটিয়া বিল্লাল তার স্ত্রীকে নিয়ে বাইরে চলে যায়। রাত সাড়ে সাতটার দিকে তারা বাড়িতে ফিরে আসে। বিল্লালের স্ত্রী কুলসুম বেগম কক্ষটির দরজা খোলা পেয়ে নুরুন্নাহার বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। কবির হোসেন জানান,তার মা সন্ধ্যায় পুরান বাড়ি থেকে প্রায় দেড়শ ফুট দুরত্বের নতুন বাড়িতে যাওয়ার কথা নয়। নিহত নুরুন্নাহার বেগম এর গলায় ছোরার দুটি ও বাম হাতে ১টি আঘাতের চিহ্ন রয়েছে বলে তার ছেলে কবির জানান।
তবে একটি সূত্রে জানাযায়,পারিবারিক সম্পত্তি নিয়ে নিহত নুরুন্নাহার বেগম এর পরিবারে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলছিল।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আড়াইহাজার থানায় কোন মামলা হয়নি এবং হত্যার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।