বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার ব্রাহ্মন্দী ইউপির নরিংদী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়ানুছ ও লস্করদী এলাকার আবু দায়েনের ছেলে রুবেল।
গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ১০টায় নরিংদী এলাকায় বড়বাড়ি নামক একটি বাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ সময় অভিযানে অংশ নেন আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম, এসআই রূপন চন্দ্র সরকার ও এএসআই আলমগীর হোসেন।
মূল হোতা মোবারক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় নরিংদী এলাকায় একটি চক্র ইয়াবা বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওসি আরো বলেন, ২০টি ছোট ফুয়েল প্যাকেটে রাখা সাদা রঙের চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।