বিজয় বার্তা ২৪ ডট কম
স্বামীকে প্রেমে বাধা দেয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত ৩টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের কড়ইতলা পাচানিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কুলসুম মানিকপুর এলাকার আব্দুল হকের মেয়ে। নিহতের স্বামী ঘাতক শাহআলম ওই গ্রামের জলিল মিয়ার ছেলে পলাতক আছেন। এ ঘটনায় কুলসুমের শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের চাচা শুকুর আলী শাহআলমকে প্রধান আসামি করে তার পরিবারের আরো তিন সদস্যের নামে একটি হত্যা মামলা করেছেন।
কুলসুমের চাচা শুকুর আলী জানান, দুই বছর আগে পারিবারিকভাবে কুলুসুম ও শাহআলমকে বিয়ে দেয়া হয়। বড় ভাই মালয়েশিয়া প্রবাসী বিল্লালের স্ত্রী রাশিদার সঙ্গে শাহআলমের পরকীয়া চলছিল। এ নিয়ে তাদের সংসারে মনোমালিন্য দেখা দেয়। বেশ কয়েকবার বিচার-শালিসও করা হয়। এরই জেরে কুলসুমের স্বামী তাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, সোমবার সকালে কুলসুমের শ্বশুর-শাশুড়ি তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্ট্রোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
তিনি আরো জানান, এরই মধ্যে শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে। প্রধান আসামি তার স্বামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।