বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার এক কোটি টাকা ব্যয়ে পিচ ঢালাই একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। উপজেলার খাগকান্দা মেঘনাঘাট থেকে স্থানীয় নয়নাবাদ এলাকা পর্যন্ত এক কিলোমিটার সড়কটি উপজেলা এলজিইডির অধীনে বাস্তবায়ন করা হয়েছে। সড়কটির নামকরন করা হয়েছে ‘আব্দুল রহমান সরকার সড়ক’।
অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডির প্রকৌশলী মুহা: নাশির উদ্দিন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, মজিুল মাস্টার, থানা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, খাগকান্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল রাজ্জাক, সাধারণ সম্পাদক ছিদ্দিক, ছাত্রলীগ নেতা জসিমউদ্দিন ও নজরুল ইসলাম বাবু জনকল্যান পরিষদের সাধারণ সম্পাদক আরিফ প্রমুখ।