আড়াইহাজারে উৎকোচের বিনিময়ে ৫ মাদকব্যবসায়ী ছেড়ে দিল পুলিশ
আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থা দেখিয়ে ১৬০বোতল মামলা
বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে গোপালদী ফাঁড়ি পুলিশের অভিযানে ৪৬০ বোতল ফেন্সিডিল সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর পাঁচ লক্ষাধিক টাকার উৎকোচের বিনিময়ে তা লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় এলাকায় জনক্ষোভ দেখা দিলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের দিনব্যাপী তদন্তের পর বৃহস্পতিবার রাতে ৪৬০ বোতলের পরিবর্তে ১৬০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় দেখিয়ে ৩জনকে পলাতক আসামী করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে,১৮এপ্রিল রাত ৯টার দিকে গোপালদী ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক রকিব এর নেতৃত্বে একদল পুলিশ বিশনন্দী মানিকপুর ফেঁড়িঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে । প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে ৪৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও গাড়িতে থাকা ৫মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গোপালদী ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ফাঁড়িতে ঐ পুলিশ কর্মকর্তার সাথে ৩ঘন্টা ব্যাপী দেন দরবারের পর গভীররাতে ব্রাহ্মন্দী এলাকার মাদক ব্যবসায়ী ফারুক এর মধ্যস্থতায় ৫লক্ষ টাকার বিনিময়ে গ্রেফতারকৃত ৫ আসামীকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনা গোপালদী সহ আশে পাশের লোকজনদের মধ্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিলে ঘটনাটি জেলা পুলিশের উর্ধমহলে জানাজানি হয়।
সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ঘটনাটি তদন্তে আড়াইহাজারে আসেন। তিনি সারাদিন উপরিদর্শক রকিব সহ গোপালদী ফাঁড়ি পুলিশের জড়িত পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি সন্ধ্যায় চলে গেলে রাতে গোপালদী ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক রকিব বাদী হয়ে ১৬০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে ৩জনকে পলাতক আসামী দেখিয়ে মামলা দায়ের করেন।
দারোগা রকিব মাদকসহ ৫মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনাটি সাংবাদিকদের সহ সবার কাছে অস্বীকার করেছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সাংবাদিকদের জানান, তদন্তে ঘটনার সাথে পুলিশের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কর্র্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহন করবে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ঐ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটি ওঠায় অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ঘটনাটি তদন্ত করে গেছেন। এখন উর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।
উল্লেখ্য,এর আগেও গোপালদী ফাঁড়ি পুলিশ বেশ কয়েকবার বিপুল পরিমান মাদকসহ বহু মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ায় পুলিশের উপর সাধারন লোকজন ক্ষুব্দ।