বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনাথ শিশু স্বপ্নার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ওসি নজরুল ইসলাম।
রোববার স্বপ্নাকে স্কুলের পোশাক, বই-খাতা, কলম কিনে দিয়েছেন তিনি।
স্বপ্নার বয়স যখন ৯ মাস, তখন তাকে ছেড়ে চলে যায় মা। বাবা আমির হোসেন দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন।
কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী স্বপ্নাকে লালন পালনের ভার দাদী নূর জাহানের উপর।
ওসি নজরুল ইসলাম বলেন, নূর জাহান থানার ভেতরে শুকনো ডাল-পাতা পরিষ্কার করছিলো স্বপ্না। বিষয়টি আমাকে নাড়া দেয়। আমি তাকে ডেকে আনি। কথাবার্তার এক পর্যায়ে তার মা-বাবার অবস্থা সম্পর্কে জানতে পারি। তাদের আর্থিক অবস্থাও ভালো না। তাই আমি ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছি।
ওসি আরো বলেন, স্বপ্নার পাশে দাঁড়াতে পেরে আত্মতৃপ্তি পেয়েছি। আমি যতদিন এই থানায় আছি, ততদিনই তার শিক্ষার সব খরচ বহন করবো। ভবিষ্যতেও যেন স্বপ্না এ সুবিধা পায় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবো।
ওসি নজরুল ইসলামের এমন কর্মকাণ্ড মুগ্ধ করেছে আড়াইহাজারবাসীকে।
স্থানীয়রা জানায়, এর আগেও অনেক সামাজিক কর্মকাণ্ডে সেবায় এগিয়ে এসেছেন নজরুল ইসলাম। তার কাজের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।