বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের রোজিনা হত্যা মামলার পলাতক আসামী বেনজীরকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের সিআইডি।
বৃহষ্পতিবার রাতে আড়াইহাজার উপজেলার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী বেনজীর আহম্মেদ বেনু আড়াইহাজার কালাপাহাড়িয়া এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানান, গত ২০১৮ সালের জুলাইয়ে সাত তারিখ সন্ধ্যা ৬ টায় আড়াইহাজারের মধ্যরচর গ্রামে লিটন বাহিনীর আক্রমনের শিকার হয় একই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোজিনা। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, দা-ছুরি, লোহার রড নিয়ে মধ্যরচর গ্রামের বাবুল মিয়ার বাড়ীতে আক্রমন করে এবং বাবুল সহ তার স্ত্রী রোজিনাকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে। রোজিনা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ঘটনার পরদিন মৃত্যুবরণ করে। এ ঘটনায় ২০১৮ সালের ৯ জুলাই রোজিনার স্বামী বাবুল মিয়া বাদী হয়ে বেনজীর সহ মোট ৩০ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানার মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডিতে পুলিশ পরিদর্শক মোঃ বাবুল হোসেনের কাছে তদন্তাধীন। আসামী বেনজীর ঘটনার পর নিজ ঘর ছেড়ে অন্যত্র পলাতক ছিল। রাতে তাকে গ্রেফতার করে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।