বিজয় বার্তা ২৪ ডট কম
মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক পৌর পিতা আলী আহাম্মদ চুনকার ৩৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল, মহানগর আওয়ামীলীগ নেতা জাহাংগীর আলম, যুবলীগ নেতা আবু সুফিয়ান, এম এ রাসেল, আব্দুর কাদির সহ অন্যান্যরা।
শোক র্যালী শেষে মাসদাইর কবরস্থানে আলী আহম্মদ চুনকার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়ার ও আলী আহম্মদ চুনকার মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে তার বাবার কবরে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন।