বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর আমিন আবাসিক এলাকায় টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীর শুভ উদ্বোধণ করা হয়েছে। শুক্রবার ১লা নভেম্বর বিকেলে আমিন আবাসিক এলাকায় এ উদ্বোধণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি।
উদ্বোধণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধাণ অতিথি সালমা ওসমান লিপি বলেন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অভিভাবকদের ভূমিকা অপরিহার্য্য। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার। একমাত্র আ’লীগ শাষনামলেই বাংলাদেশে শিক্ষাখাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। আজ প্রতিটি শিক্ষালয়ে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে বই পাচ্ছে। বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকৃত ইতিহাস জানতে পারছে। তারা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সক্ষম হচ্ছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নি,নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া,নারায়ণ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান তথা বন্দর প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, মহানগর মহিলালীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি,আমিন আবাসিক এলাকার সমাজ সেবক তথা থানা যুবলীগনেতা লুৎফর রহমান,মাসুম আহমেদ,শিক্ষানুরাগী শরিফ হাসান চিশতি প্রমূখ।