বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আলীগঞ্জ ‘রাজধানী স্টিল’ মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- আবদুল খালেক (৬৫), ফজলুল হক (৫৫), মনির হোসেন (৪৮) ও মো. নয়ন মিয়া (২৬)।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে খালেকের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশংকাজনক। এছাড়া ফজলুল হকের ৫৫ শতাংশ, নয়নের ২৫ শতাংশ ও মনিরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
রাজধানী স্টিল মিলসের সুপারভাইজার মেহেদী হাসান জানান, সকালে কারখানায় লোহা গলানোর সময় যন্ত্রটি (এটিকে বাট্টি বলা হয়) বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ওই চার শ্রমিক দগ্ধ হন। পরে উদ্ধার করে তাদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।